জকিগঞ্জের ভুয়া পরিচয়ধারী পুলিশ সুপার জাকারিয়া আহমদ রূপগঞ্জ থেকে আটক।গতকাল ১৪ জুন রোজ শনিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার পুলিশ বক্সের সামনে থেকে পরিবহনে ডাকাতির প্রস্তুতকালে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকারিয়া আহমদ (৩৪) সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কসকনকপুর এলাকার মৃত আব্দুল ছবরের পুত্র।রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, জাকারিয়া অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে ডাকাতি, ছিনতাইসহ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনায় জড়িত ছিলো। তার সহযোগি ডাকাত আরও ১৪ জনের মতো রয়েছে বলে জানান তিনি।
জানা যায়, রূপগঞ্জ থানা পুলিশ তার কাছ থেকে একটি পুলিশের ক্যাপ, একটি অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ধারী কার্ড, দুইটি মোবাইল, তিনটি রিপ্লেটিং বেল্ট, তিনটি কটি, সীমবিহীন একটি স্মার্টফোন ও বিভিন্ন ডিভাইসসহ ডাকাতি করার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
এছাড়া জাকারিয়া পুলিশ সুপারের পরিচয় দিয়ে রূপগঞ্জের মারিয়া চৌধুরীকে চার বছর আগে বিয়ে করেন। তার স্ত্রীকে যৌতুক চেয়ে নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছিলেন জাকারিয়ার স্ত্রী মারিয়া চৌধুরী।
সংগৃহীত;জকিগঞ্জ নিউজ