ইউরোপের কোনো দলের বিপক্ষে খেলতে বাংলাদেশর ইচ্ছা

সাধারণত এশিয়ার দেশগুলোর সঙ্গেই খেলে থাকে বাংলাদেশ। কখনো এএফসির টুর্নামেন্টে আবার কখনো আমন্ত্রিত প্রীতি ম্যাচে। তবে এবার বাংলাদেশ দলকে ইউরোপের কোনো দলের সঙ্গে খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। বাফুফে ভবনে আজ বৃহস্পতিবার (২৯ মে) সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি বৈঠকে বসেছিল। মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে পরে গণম্যাধ্যমকর্মীদের সাথে কথা বলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা-জামালদের জন্য ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

‘আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বরে ফিফা টায়ারে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম বা অ্যাওয়ে ম্যাচ হতে পারে। অ্যাওয়ে হলে আমাদের ইচ্ছা আছে ইউরোপে গিয়ে খেলার। ইউরোপে গেলে চেষ্টা করব দুটি ম্যাচ খেলার।’ আসছে জুনের ৪ তারিখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবে দল।
গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচ সামনে রেখে শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রাথমিক দলে জায়গা পাওয়া ফুটবলারদের টিম ম্যানেজার আমের খানের কাছে ‘রিপোর্টিং’ করতে বলা হয়েছে।
এরই মধ্যে তিন প্রবাসী ফুটবলারের মধ্যে ফাহামিদুল ইসলাম ইতালি থেকে এসে টিম হোটেলে উঠেছেন। ২৬ জনের প্রাথমিক দলে থাকা আর দুই প্রবাসীর মধ্যে সামিত সোমের কানাডা থেকে আগামী ৪ জুন ফেরার কথা। ইংল্যান্ড থেকে হামজা চৌধুরীর ফেরার কথা রয়েছে ২-৩ জুনের মধ্যে। এদিকে জুন উইন্ডোতে বাংলাদেশ ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ এবং ১০ জুন এশিয়ান কাপ বাছাই খেলবে। এই দুই ম্যাচের জন্য আমের খানকেই পুনরায় ম্যানেজার করা হয়েছে। পেশাদার ম্যানেজার নিয়োগের আলোচনা ছিল। আর সেটা এখনো আলোর মুখ দেখিনি। গোলরক্ষক কোচে পরিবর্তন আসছে। বসুন্ধরা কিংসের নুরুজ্জামান নয়নের পরিবর্তে এবার বিদেশি গোলরক্ষক মিগেল পুনরায় আসছেন বলে জানা গেছে।

 

 

dsjourneybd.com

dsjourneybd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *