সিরিজে টিকে রইল বাংলাদেশ

পারভেজ হোসেন ইমন আর তাওহিদ হৃদয়ের ফিফটিতে জয়ের ভিতটা গড়ে নিয়ে ছিল বাংলাদেশ আগেই। পরে তানভীর ইসলামের ফাইফারে জয়ের বন্দরে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে ১৬ রানে। এ জয়ে দ্বিতীয় ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা ফেরাল টাইগাররা।

লক্ষ্য তাড়া করতে নেমে হাফসেঞ্চুরি হাঁকান কুশল মেন্ডিস (৫৬) ও জানিথ লিয়ানাগে (৭৮)। দলীয় স্কোরে ৩৩ রান যোগ করেন কামিন্দু মেন্ডিস। তাতে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল শ্রীলঙ্কা। তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩২ রানে থামে লঙ্কানদের ব্যাটিং অভিযান। দারুণ বোলিংয়ে তানভীর ইসলাম একাই শিকার করেন পাঁচ উইকেট। দুটি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।

পারভেজ ইমন (৬৭) ও তাওহিদ হৃদয়ের (৫১) হাফ সেঞ্চুরির পর তানজিম সাকিবের (৩৩) ঝড়ো ব্যাটিংয়ে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ইনিংস থামে ২৪৮ রানে। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো চারটি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনটি উইকেট শিকার করেন।

দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য যায় অধিনায়ক মেহেদি হাসান মিরাজের পক্ষে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।
সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৪৫.৫ ওভারে ২৪৮/১০ (ইমন ৬৭, হৃদয় ৫১, তানজিম ৩৩; আসিথা ৪/৩৫, হাসারাঙ্গা ৩/৬০)।

শ্রীলঙ্কা : ৪৮.৫ ওভারে ২৩২/১০ (লিয়ানাগে ৭৮, কুশল ৫৬, কামিন্দু ৩৩; তানভীর ৫/৩৯, তানজিম ২/৩৯)।

ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।

ম্যাচসেরা: তানভীর ইসলাম।

সিরিজ: তিন ম্যাচের সিরিজ ১-১ সমতা।

সংগ্রহিত:দৈনিক আমার দেশ
০৫ জুলাই ২০২৫, ২৩: ০৫

dsjourneybd.com

dsjourneybd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *