ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মিসরের ক্লাব আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। মেসি-সুয়ারেজরা নিজেদের প্রথম ম্যাচে হেরেও বসতে পারতো।আজ রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের মাটিতে অনৃুষ্ঠিত ম্যাচের ৪৩তম মিনিটে আল আহলি পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেনি। ট্রেজেগেটের নেওয়া পেনাল্টি রুখে দেন ইন্টার মায়ামির ৩৮ বছর বয়সি আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উসতারি।
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা উঠেছে যুক্তরাষ্ট্রের মাটিতে। যেখানে উদ্বোধনী ম্যাচেই লিওনেল মেসির ইন্টার মায়ামি মিশরীয় ক্লাব আল-আহলির মুখোমুখির হয়।রোমাঞ্চকর এই ম্যাচে দারুণ সব সেভ করে দুই দলকেই জয়বঞ্চিত করেছেন উভয় গোলরক্ষক। মেসির ফ্রি-কিক কিংবা বাঁ পায়ের বাঁকানো শটও তাই প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি। ফলে আহলির বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মায়ামিকে।
এর আগে তিনবার ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন মেসি। তখন অবশ্য আর্জেন্টাইন মহাতারকার গায়ে বার্সেলোনার জার্সি, আর বিশ্বকাপের পরিসরও ছিল ছোট। সাত দল থেকে অভূতপূর্বভাবে এই প্রথমবার ফিফা ক্লাবের এই মেগা টুর্নামেন্ট ৩২ দলে রূপ দিয়েছে।এ ছাড়া ইন্টার মায়ামির সাম্প্রতিক পরিসংখ্যানও খুব একটা সুখকর নয়। ফলে এবার মেসির লক্ষ্যটা ছিল সর্বোচ্চ পারফর্ম করা। দল কতদূর যেতে চায় সেই আলাপ তিনি সরিয়ে রেখেছিলেন।
‘এ’ গ্রপের প্রথম ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। ৫৬ শতাংশ বল দখলে রেখে তারা ৯টি শট নিতে পারলেও অন টার্গেটে ছিল ৪টি, এর বিপরীতে মিসরের ক্লাব আল আহলি ৪৪ শতাংশ বল দখলে রেখে ১১টি শট নিলে ৮টিই ছিল অন টার্গেটে। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার বড় সুযোগ ছিল আল আহলির সামনে। ৪৩তম মিনিটে উইঙ্গার ট্রেজেগেট পেনাল্টি থেকে সেই সুযোগ থেকে গোল করতে না পারায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়।
ইন্টার মায়ামির আর্জেন্টাইন গোলরক্ষক অস্কার উসতারি এই ম্যাচে সেভ দিয়েছেন আল আহলির অন টার্গেটে নেওয়া ৮টি শট। ‘এ’ গ্রুপে ইন্টার মায়ামি ও আল আহলির সাথে আরো রয়েছে পর্তুগালের ক্লাব এফসি পোর্তা ও ব্রজিলের ক্লাব পালমেইরাস। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে আজ রোববার (১৫ জুন) বাংলাদেশ সময় সকাল ৬টায় পর্দা উঠেছে ফিফা ক্লাব বিশ্বকাপের। এর আগে প্রতি বছর মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে এই টুর্নামেন্ট হলেও এখন থেকে সেটি আর হবে না।
টুর্নামেন্টে এবার অংশ নিচ্ছে ৬ মহাদেশের ৩২টি দল, প্রতি গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের সেরা দুটি দল যাবে শেষ ষোলোতে।
সংগ্রহীত; যায়যায়দিন
১৫ জুন ২০২৫