ঈদুল আজহা উপলক্ষে ৩ দিন বিশেষ এলাকায় ব্যাংক খোলা

আগামী ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন ছুটি থাকবে। এ সময় বন্ধ থাকবে ব্যাংকও। তবে সরকারি ছুটির মধ্যেও পোশাক কারখানা-সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। এগুলো হলো— ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট ব্যাংক শাখা। এসব শাখা ৫ জুন খোলা রাখা হবে। এছাড়া ঈদের পর সরকারি ছুটির মধ্যে সীমিত পরিসরে ১১ ও ১২ জুন ব্যাংক খোলা থাকবে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে তফসিলি ব্যাংকগুলোকে এ নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয়ের এবং ওই শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী-কর্মকর্তাদের বেতন, বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু ব্যাংক শাখা খোলা রাখতে হবে। ওইদিন সরকারি ছুটি থাকায় সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া ঈদের পর ১১ ও ১২ জুন সরকারি বন্ধে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ওষুধশিল্প খাতসহ আমদানি-রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান বা গ্রাহকদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ ও বৈদেশিক লেনদেনের জন্য ব্যাংকের নিজ বিবেচনায় ঢাকা-চট্টগ্রামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) সীমিত পরিসরে খোলা রাখতে হবে।

ওই তিন দিন ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। আর ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বেলা ৪টা পর্যন্ত।

dsjourneybd.com

dsjourneybd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *