পরমাণু কর্মসূচী নিয়ে সংলাপ চালিয়ে যাওয়া অর্থহীন: ইরান

পরমাণু কর্মসূচী নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া অর্থহীন বলে মনে করছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভশনকে দেওয়া সাক্ষাতকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান। ইসরায়েলের গত শুক্রবারের হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ীও করেছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এমনভাবে কাজ করেছে যা আলোচনাকে কার্যত অর্থ করে তুলেছে। তার মতে, যুক্তরাষ্ট্রের সমন্বয় ও অনুমোদন ইসরাইল ইরানে হামলা করার সাহস পেতো না।

পরমাণু কর্মসূচী নিয়ে রবিবার যুক্তরাষ্টের সঙ্গে ইরানের ষষ্ঠ দফায় আলোচনায় বসার কথা রয়েছে। ইসরাইলের হামলার কারণে ওমানে অনুষ্ঠেয় সংলাপটি ঝুঁকির মধ্যে পড়ে গেছে।

এরআগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি চেয়েছিলেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি হোক। তার মতে, এখনো চুক্তি করার সুযোগ আছে। সময় শেষ হয়ে যায়নি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত মে মাসে ওমানে বৈঠক শুরু হয়।

সংগ্রহীত; আমার দেশ অনলাইন

প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৬: ১১

আপডেট : ১৪ জুন ২০২৫, ১৭: ৫৪

dsjourneybd.com

dsjourneybd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *