জামায়াতের গণসংযোগে সন্ত্রাসী হামলার নিন্দা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী ইলিয়াস মোল্লার গণসংযোগকালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার এ হামলায় জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল হোসেনসহ ৫ জন কর্মী আহত হয় বলে দলটি জানিয়েছে।

সন্ত্রাসী শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারী, আমীর হোসেন, ঈমন, তরিকুল ও আবুল হোসেনের নেতৃত্বে এই হামলা করা হয় বলেও সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন।

গণসংযোগে এ সন্ত্রাসী হামলা ও আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমির মুহাম্মদ মমিনুল হক সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এই নিন্দা জানান। একইসঙ্গে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। আগামীতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান নেতারা।

বিবৃতিতে জামায়াত নেতারা আরও বলেন, ইলিয়াস মোল্লা জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল এবং আড়াইহাজারের জনপ্রিয় জননেতা। তিনি দুপতারা ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান। তার গণসংযোগে বাধা প্রদান ও হামলার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তারা আরও বলেন, ৫ আগস্টে ফ্যাসিস্ট অপশক্তির বিদায়ের পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে এবং একটি সহনশীল পরিবেশ বিরাজ করবে। কিন্তু জুলাই বিপ্লবের পরও ফ্যাসিবাদী কায়দায় গণসংযোগে বাধা প্রদান, হামলা ও আহত করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

সংগ্রহীত; দৈনিক আমার দেশ

dsjourneybd.com

dsjourneybd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *