সাধারণত এশিয়ার দেশগুলোর সঙ্গেই খেলে থাকে বাংলাদেশ। কখনো এএফসির টুর্নামেন্টে আবার কখনো আমন্ত্রিত প্রীতি ম্যাচে। তবে এবার বাংলাদেশ দলকে ইউরোপের কোনো দলের সঙ্গে খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। বাফুফে ভবনে আজ বৃহস্পতিবার (২৯ মে) সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন ন্যাশনাল টিমস কমিটি বৈঠকে বসেছিল। মিটিংয়ের সিদ্ধান্ত নিয়ে পরে গণম্যাধ্যমকর্মীদের সাথে কথা বলেন কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান। আগামী ১ থেকে ৯ সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা-জামালদের জন্য ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।