ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরাইল তার দেশের ওপর হামলা বন্ধ করলে তেহরানও পাল্টা জবাব দেওয়া থেকে বিরত থাকবে। রোববার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শুক্রবার শুরু হওয়া ইসরাইলি বিমান হামলার পর এটি তার প্রথম প্রকাশ্য বক্তব্য। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।
তেহরানে কূটনীতিকদের সামনে তিনি বলেন, ‘আমরা আত্মরক্ষা করছি। আমাদের আত্মরক্ষা সম্পূর্ণ বৈধ।’ আত্মরক্ষার স্বার্থে আমাদের হামলা, আগ্রাসনের জবাব। যদি আগ্রাসন বন্ধ হয়, স্বাভাবিকভাবেই আমাদের প্রতিক্রিয়ায়ও বন্ধ হয়ে যাবে।’তবে ইরানের এই ঘোষণার পর তাৎক্ষণিকভাবে ইসরাইলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যে, ইসরাইল চলমান ইরান-মার্কিন পারমাণবিক আলোচনাকে বিনষ্ট করার চেষ্টা করছে, যা তার মতে একটি চুক্তির পথ খুলে দিতে পারত। ওমানে আজ রোববার ইরানের সাথে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ দফা আলোচনায় বসার কথা ছিল, যা এখন বাতিল হয়ে গেছে।
এদিকে মধ্যপ্রাচ্য সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অবিলম্বে আলোচনা করতে প্রস্তুত জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। তিনি বলেন, এই আলোচনার লক্ষ্য হলো, ইরান যেন মধ্যপ্রাচ্য, ইসরাইল বা ইউরোপের জন্য হুমকিস্বরূপ না হয়, তা নিশ্চিত করা।শনিবার রাতে এক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর রোববার ভোরে ইসরাইলের কয়েকটি শহরে আবারো হামলা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এই দফায় ইরান ‘ব্যাপক ড্রোন হামলা’ চালিয়েছে। মধ্য ইসরাইলে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টিভি তাদের খবরে জানিয়েছিল যে, ইসরাইলের তেল আবিব ও হাইফা শহরে ‘একশোর বেশি ক্ষেপণাস্ত্র’ হামলা করা হয়েছে।ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের হাইফা শহরের একটি তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার ইরানের হামলায় ইসরাইলে অন্তত ১০ জন মারা গেছে বলে জানা গেছে। অন্যদিকে, ইসরাইলের হামলায় ইরানে কতজন মারা গেছে তা আনুষ্ঠানিকভাবে না জানা গেলেও, ইরানের দক্ষিণ-পশ্চিমের ইস্ট আজারবাইজানের গভর্নর ৩০ জন সেনা সদস্যসহ মোট ৩১ জনের মারা যাওয়ার খবর নিশ্চিত করেন। এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
শুক্রবার ইরানের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রাগারে বড় ধরনের হামলা চালায় ইসরাইল। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এই আঘাত হানে ইসরাইল। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে।
সংগৃহীত ; আমার দেশ
১৫ জুন ২০২৫