বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ , শান্ত-মুশফিকের দারুণ জুটি

দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। পঞ্চাশ ছুঁয়ে আরও সামনে এগোচ্ছেন দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। তাদের শতরানের জুটিতে ধীরে ধীরে দৃঢ় ভিতের উপর দাঁড়াচ্ছে বাংলাদেশ।চা-বিরতির সময় বাংলাদেশের রান ৩ উইকেটে ১৮২। ৩০ ওভারের দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা যোগ করেছে ৯২ রান।

 

প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শান্ত ও মুশফিকের জুটিতে সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে সফরকারীরা।অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১৩৭ রানের জুটি গড়েছেন দুই ব্যাটসম্যান, ২৫১ বলে। টেস্টে তাদের মধ্েয এটাই প্রথম শতরানের জুটি। আগের সেরা ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে ৯৮, ২০২৩ সালের নভেম্বরে সিলেট টেস্টে।১১১ বলে চারটি চারে ৬৬ রানে খেলছেন অভিজ্ঞ মুশফিক। এক ছক্কা ও সাত চারে অধিনায়ক শান্তর রান ৭০।

 

গল টেস্টের দ্বিতীয় সেশনে নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমের জমাট ব্যাটিংয়ে এগোচ্ছে বাংলাদেশ। মাত্র ২ বলের মধ্যে দুই ব্যাটসম্যানের হাতে ধরা দিল হাফ সেঞ্চুরি।জুটির একশও হয়ে গেল এর মধ্যে। প্রবাথ জয়াসুরিয়ার বলে সিঙ্গেল নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন নাজমুল হোসেন শান্ত, ১০৭ বলে। ওই রানের পূর্ণ হয় জুটির একশ, ১৮৭ বলে।

পরের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের ২৮তম পঞ্চাশ স্পর্শ করেন মুশফিক। শ্রীলংকায় ও শ্রীলংকার বিপক্ষে দারুণ সফল এই মিডল অর্ডার ব্যাটসম্যান পঞ্চাশে যান ৮৪ বলে।গত অগাস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রানের ইনিংস খেলার পর নিজেকে যেন হারিয়ে ফেলেছিলেন মুশফিক। খরা কাটিয়ে ১৪ ইনিংসে পেলেন প্রথম পঞ্চাশের দেখা।

সাদমান-মুমিনুলের দ্রুত আউটের পর থেকে প্রতিরোধ গড়ে খেলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম সেশনে অবিচ্ছিন্ন থেকে বড় জুটি গড়েছেন তারা। দ্বিতীয় সেশনের দ্বিতীয় ঘণ্টায় নির্বিঘ্নে কাটিয়েছেন তারা। তাদের ব্যাটে চড়ে লড়াইয়ে ফিরেছে টাইগাররা৫৮ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ১৮২। ১১১ বলে চার চাওে ৬৬ রানে খেলছেন মুশফিক। সাত চার ও এক ছক্কায় শান্তর রান ১৭৩ বলে ৭০।

dsjourneybd.com

dsjourneybd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *