৬ দেশে যেতে চান এক ভিসায়?

দারুণ সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্য। এ অঞ্চলের ছয় দেশে এক ভিসাতেই ভ্রমণ করা যাবে। খুব শিগগিরই এমন ভিসা চালু হতে যাচ্ছে। মঙ্গলবার (১৭ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছ । প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা এবং নিয়মিত ভ্রমণকারীদের জন্য একটি বড় ভ্রমণ সুবিধা আসছে। শিগগিরই এক ভিসার মাধ্যমে জিসিসিভুক্ত ছয় দেশে ভ্রমণের জন্য সুযোগ চালু হতে যাচ্ছে। এর ফলে এর বাইরের দেশের নাগরিকরাও একাধিক ভিসার ঝামেলা ছাড়াই সহজে এই অঞ্চলটি ঘুরে দেখতে পারবেন।

আনুষ্ঠানিকভাবে এর নামকরণ করা হয়েছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা। এই নতুন ভিসা স্কিমের আওতায় সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে ভ্রমণ করা যাবে। গালফ নিউজ জানিয়েছে, ২০২৩ সালে এই উদ্যোগটি অনুমোদিত হয়েছে এবং বর্তমানে এটি চূড়ান্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে। যদিও সঠিক উদ্বোধনের তারিখ এখনো নিশ্চিত হয়নি, এই বছরের মধ্যেই ভিসাটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ভিসার চূড়ান্ত শর্তগুলো এখনো নিশ্চিত হয়নি। তবে এ ভিসার সম্ভাব্য মেয়াদ ৩০ থেকে ৯০ দিন পর্যন্ত হতে পারে।

 

 

সংগৃহীত ; দৈনিক যুগান্তর

বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

dsjourneybd.com

dsjourneybd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *